ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

স্প্যানিশ ডিফেন্ডার জুনিয়রকে দলে টানল বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
স্প্যানিশ ডিফেন্ডার জুনিয়রকে দলে টানল বার্সা ছবি:সংগৃহীত

রিয়াল বেতিস থেকে লেফট-ব্যাক জুনিয়র ফিরপোকে দলে ভেড়ালো বার্সেলোনা। পাঁচ বছরের জন্য স্প্যানিশ এই ডিফেন্ডার ক্যাম্প ন্যু’য়ের সঙ্গে চুক্তি করেছেন।

ধারণা করা হচ্ছে ৩ কোটি ইউরোতে ২২ বছর বয়সী এই তারকাকে কিনল বার্সা। তবে প্রাথমিকভাবে ১ কোটি ৮০ লাখ ইউরো দিতে হচ্ছে।

আর পরবর্তীতে আরও ১ কোটি ২০ লাখ দেবে। তবে তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ২০০ মিলিয়ন ইউরো।

দল-বদলের এই বাজারে এ নিয়ে চতুর্থ ফুটবলার হিসেবে জুনিয়র বার্সায় যোগ দিলেন। এর আগে ফেঙ্কি দি ইয়ং, আঁতোয়া গ্রিজম্যান ও নেতোকে কিনেছিল কাতালান জায়ান্টরা।

এর আগে ২০১৪ সালে বেতিসে যোগ দেওয়া জুনিয়রের মূল দলে অভিষেক হয় ২০১৮ সালে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।