ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

নেইমারকে ছাড়াই পিএসজির বড় জয়ে শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
নেইমারকে ছাড়াই পিএসজির বড় জয়ে শুরু ছবি:সংগৃহীত

ফরাসি লিগ ওয়ানে বড় জয়ে শুরু করেছে পিএসজি। নেইমারকে ছাড়া এ ম্যাচে নিমের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় টমাস টুখেলের শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন এডিনসন কাভানি, কিলিয়ান এমবাপ্পে ও আনহেল দি মারিয়া।

রোববার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে পিএসজি ছাড়তে চাওয়া নেইমার এ ম্যাচে খেলবেন না তা আগেই জানিয়ে দেওয়া হয়।

খেলার ২৪ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন উরুগুয়াই স্ট্রাইকার কাভানি। পরে দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে এমবাপ্পে ও ৬৯ মিনিটে দি মারিয়া আরও দুটি গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের দলটি।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।