ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ঈদের শুভেচ্ছা জানালেন সালাহ-ওজিলরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
ঈদের শুভেচ্ছা জানালেন সালাহ-ওজিলরা ছবি: সংগৃহীত

বছর ঘুরে আবার এলো ঈদুল আযহা। পবিত্র এই দিনকে ঘিরে মুসলিম বিশ্বে আজ উৎসবের আমেজ। এই আমেজ থেকে বাদ যাননি ফুটবল তারকারাও। ঈদ উপলক্ষে সামাজিক যোগযোগের মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিশরীয় তারকা ফুটবলার মোহামেদ সালাহ, আর্সেনালের জার্মান তারকা মেসুত ওজিলসহ আরও অনেকে। 

রোববার (১১ আগস্ট) ইউরোপে উদযাপিত হয় ঈদুল আযহা। এ উপলক্ষে পরিবারকে সঙ্গ দিতে ফুটবলীয় দায়িত্ব থেকে সাময়িক ছুটি কাটাচ্ছেন মহাদেশটির বিভিন্ন ক্লাবে খেলা মুসলিম ফুটবলাররা।

তবে এরই মাঝে তারা ভক্ত-সমর্থকদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন। এই ফুটবল তারকাদের মধ্যে আছেন- লিভারপুলের মোহামেদ সালাহ, আর্সেনালের ওজিল, আয়াক্সের হাকিম জিয়াচ, নাপোলির কালিদু কুলিবালি, অ্যাস্টন ভিলা’র মাহমুদ ত্রেজেগে।

.

.

.

.

.বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।