ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

পয়েন্ট হারিয়েছে ম্যানসিটি, জিতেছে লিভারপুল ও আর্সেনাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
পয়েন্ট হারিয়েছে ম্যানসিটি, জিতেছে লিভারপুল ও আর্সেনাল পয়েন্ট হারিয়েছে ম্যানসিটি, জিতেছে লিভারপুল ও আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে দ্বিতীয় ম্যাচে এসে পয়েন্ট হারিয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সিটিজেনরা।

ঘরের মাঠে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটের মাথায় রাহিম স্টার্লিংয়ের গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সিটিজেনরা।

২৩ মিনিটে আর্জেন্টিইন স্ট্রাইকার এরিক লামেলার গোলে সমতায় ফেরে টটেনহ্যাম।
 
৩৫ মিনিটে সিটিজেনদের লিড এনে দেন সার্জিও অ্যাগুয়েরো। কেভিন ডিব্রুয়েনার ক্রস থেকে বল জালে জড়ান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
 
বিরতির পর ৫৬ মিনিটে টটেনহ্যামকে সমতায় ফেরান লুকাস মাউরা। কর্নার থেকে হেড দিয়ে গোল করেন তিনি। ম্যাচের বাকিটা সময় চেষ্টা করেও আর কেউ গোল আদায় করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দু’দলকে।
 
এদিকে প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে বার্নলেকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। গানারদের হয়ে গোল করেছেন আলেক্সান্ডার লাকাজাত্তে ও আউবামেয়াং।
 
অন্যম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে লিভারপুল। রেড ডেভিলসদের গোল পেয়েছেন সাদিও মানে ও রাবার্তো ফিরমিনো।
 
বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
আরএআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।