ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

সাইপ্রাসে হোঁচট খেল আয়াক্স 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
সাইপ্রাসে হোঁচট খেল আয়াক্স  হতাশ হয়ে মাঠ ছাড়ছে আয়াক্সের ফুটবলাররা: ছবি-সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো পরাশক্তিদের হারিয়ে সেমিফাইনাল খেলেছিল আয়াক্স। কিন্তু এবার হোঁচট খেল ডাচ চ্যাম্পিয়নরা।  

মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাতে ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল নিকোশিয়ার মাঠে গোল শূন্য ড্র করেছে আয়াক্স।

ফ্রেঙ্কি ডি জং, মাথ্যিস ডি লিটের মতো তারকাদের হারানোর প্রভাবটা মাঠে ঠিকই বুঝতে পেরেছে এরিক টেন হাগের দল।

ম্যাচের পুরোটা সময় আধিপত্য নিয়ে খেললেও নিকোশিয়ার জাল খুঁজে পায়নি আয়াক্স। উল্টো ৮০ মিনিটে লাল কার্ডের কারণে ডিফেন্ডার নওশের মাজরাওয়িকে হারিয়ে দশ জনের দল হয়ে পড়ে তারা।

গত মৌসুমে ডি জং, ডি লিটের নৈপুণ্যে নিজেদের সোনালি অতীত স্মরণ করিয়ে দিয়েছিল আয়াক্স। কিন্তু নতুন মৌসুম শুরুর আগে ডি জংকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে নতুন ঠিকানা বানিয়েছেন ডি লিট।  

প্লে-অফের ফিরতি লেগ হবে ২৮ আগস্ট (বুধবার) আয়াক্সের মাঠ আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায়।  

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।