ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

মাগুরায় শুরু হয়েছে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
মাগুরায় শুরু হয়েছে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট .

মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ‘শেখ রাসেল অনুর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্ট’র দ্বিতীয় খেলায় শনিবার (২৪ আগষ্ট) নড়াইল মুন্সি ওলিউর রহমান ফুটবল একাডেমি ট্রাইবেকারে ৪-৩ গোলের ব্যবধানে গোপালগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করেছে।

নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র হয়। এ সময় নড়াইলের পক্ষে অবুঝ, সজিব ও ননী গাজী একটি করে গোল করেন।

অন্যদিকে গোপালগঞ্জের পক্ষে রিয়াদ ২টি ও জয় একটি গোল করেন।  

পরে ট্রাইব্রেকারে নড়াইল মুন্সি ওয়ালিউর রহমান ফুটবল একাডেমি ৪-৩ গোলের ব্যবধানে গোপালগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে।  

রোববার (২৫ আগস্ট) একই মাঠে যশোর শামসুল হুদা ফুটবল একাডেমি কুষ্টিয়া ফুটবল একাডেমির মুখোমুখি হবে।  

টুর্নামেন্টে দুটি গ্রুপে স্বাগতিক মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি, নড়াইল ওলিয়ার রহমান ফুটবল একাডেমি, গোপালগঞ্জ ফুটবল একাডেমি, যশোর শামসুল হুদা ও নুর ইসলাম ফুটবল একডেমি, ঝিনাইদহ, কুষ্টিয়া ফুটবল একাডেমি, খুলনা বিকেএসপিসহ আটটি ফুটবল দল অংশ নিচ্ছে।

জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায়, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পৃষ্টপোষকতায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
আগামী ৬ সেপ্টেম্বর একই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।