ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ভারতের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
ভারতের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ ছবি: সংগৃহীত

ফাইনালে পা রাখতে হলে জয়ের কোনো বিকল্প ছিল না। ওদিকে দিনের প্রথম খেলায় নেপালের বড় জয়ে লক্ষ্যটা আরও কঠিন হয়ে যায়। তবু আশা ছিল। কিন্তু স্বাগতিক ভারতের কাছে বড় ব্যবধানের হারে সেই স্বপ্ন শেষ হয়ে গেল।

ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার লক্ষ্যে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। রাউন্ড রবিন লিগে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৬-২ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশের ছেলেরা।

 

কিন্তু তৃতীয় ম্যাচে নেপালের কাছে ৪-১ গোলের হারে ফাইনালের পথ কঠিন করে ফেলার পর শেষ ম্যাচে ভারতের কাছে ৪-০ গোলের বড় হারে শেষটা হলো মলিন।  

ওদিকে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নেপাল। তবে তাদের অপেক্ষায় থাকতে হয়েছে বাংলাদেশের ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। হিমাংশু জংর’র হ্যাটট্রিকে বাংলাদেশের স্বপ্ন নিভে গেলে ফাইনালের স্বপ্ন পূরণ হয় নেপালেরও।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগে নেপালের বড় জয়ের খবর সঙ্গী করে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। ফলে তাদেরও বড় জয় ছাড়া আর কিছু ভাবার সুযোগ ছিল না। কিন্ত হলো ঠিক বিপরীত।

ম্যাচের প্রথমার্ধে হিমাংশুর গোলে এগিয়ে থেকে মাঠ ছেড়েছিল ভারত। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরা দূরে থাকুক, পাত্তাই পায়নি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শেষ ভাগে দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করা হিমাংশু ছাড়াও গোল পেয়েছেন পল। তবে ম্যাচে বড় প্রভাব ফেলেছে বৃষ্টি। মাঠে পানি জমে যাওয়ায় পাস দেওয়া রীতিমত কঠিন হয়ে যাচ্ছিল। তবে মাঠের পরিস্থিতি সামলে ঠিকই জয় তুলে নিয়েছে ভারত।

টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে পাঁচ দলের আসর শুরু করা বাংলাদেশ শেষ করলো তৃতীয় হয়ে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।