ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

রোমাঞ্চকর ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে নাপোলির হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
রোমাঞ্চকর ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে নাপোলির হার ছবি:সংগৃহীত

তিন গোলে পিছিয়ে থাকার পর মাত্র ১৫ মিনিটের মধ্যে ম্যাচে ফেরে নাপোলি। কিন্তু অসাধারণ এই ফিরে আসা ধরে রাখতে পারলো না দলটি। শেষ দিকের ভুলের খেসারত দিতে হলো ম্যাচ হেরে। ইতালিয়ান সিরিআ লিগের রোমাঞ্চকর এ ম্যাচটিতে শেষ পর্যন্ত ৪-৩ গোলে জিতে নেয় জুভেন্টাস।

জুভেন্টাসের আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হয় টানা আটবারের চ্যাম্পিয়ন জুভি ও নাপোলি। তবে শুরু থেকেই আধিপত্য দেখিয়ে বড় ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

১৬ মিনিটে দানিলোর গোলে লিড পায় জুভেন্টাস। পরে গঞ্জালো হিগুয়াইনের দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ হয় দলটির। আর বিরতির পর ৬২ মিনিটে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো গোল করলে ৩-০ ব্যাবধানে এগিয়ে যায় তুরিনের বুড়িরা।

বড় ব্যবধানে পিছিয়ে পড়া নাপোলি আক্রমণের ধার বাড়িয়ে দেয়। ৬৬ থেকে ৮১ মিনিট পর্যন্ত কোস্তাস মানোলাস, লোসানো ও জিওভান্নি দি লোরেন্সোর গোলে সমতায় ফেরে নাপোলি। তবে ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে ভুল করে বসে সফরকারীরা। যোগ করা দ্বিতীয় মিনিটে কালিদু কোলিবালির আত্মঘাতি গোলে হার মানতে হয় তাদের।

লিগে দুই ম্যাচের দুটিতে জিতে শীর্ষে রয়েছে জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।