ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ইউরো বাছাইয়ে জয় পেয়েছে পর্তুগাল, ফ্রান্স ও ইংল্যান্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
ইউরো বাছাইয়ে জয় পেয়েছে পর্তুগাল, ফ্রান্স ও ইংল্যান্ড ইউরো বাছাইয়ে জয় পেয়েছে পর্তুগাল, ফ্রান্স ও ইংল্যান্ড

উয়েফা ইউরো বাছাইপর্বে প্রথম জয় পেয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। গ্রুপ ‘বি’ এর ম্যাচে সার্বিয়াকে ৪-২ গোলে হারিয়ে বাছাইপর্বে প্রথম জয় পেয়েছে পর্তুগিজরা। এর আগে দুই ম্যাচ খেলে দুটিতেই ড্র করেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

রাজকো মিটিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দু’দলই। ম্যাচের শুরতেই গোলের সুযোগ নষ্ট করেন সার্বিয়ার দুশান তাদিচ।

এপরর নবম মিনিটে পর্তুগালের ফারনান্দেজ ও ১১ মিনিটে রোনালদো গোলের সুযোগ হাতছাড়া করেন।
 
তবে প্রথমার্ধের ৪২ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পর্তুগিজরা। উইলিয়াম কারভালহোর গোলে লিড নেয় অতিথি দলটি। বিরিতর পর ব্যবধান বাড়ায় পর্তুগাল। ৫৮ মিনিটে ফারনান্দেজের বাড়ানো বল জাল পাঠান গনসালো গুদেস।
 
৬৮ মিনিটে কর্নার থেকে হেড দিয়ে গোল করে সার্বিয়ার ব্যবধান কমান নিকোলা মিলেনকোভিচ। তবে ৮০ মিনিটে ব্যবধান বাড়ায় পর্তুগাল। বার্নাদো সিলভার পাস থেকে গোল করে পর্তুগিজ অধিনায়ক রোনালদো।
 
৮৬ মিনিটে সার্বিয়ার আলক্সান্দার মিত্রোভিচ দারুণ এক জোড়ালো শটে গোল করলে ব্যবধান হয় ৩-২ গোলে। ম্যাচে প্রাণ ফিরে আসে। তবে পরের মিনিটেই সিলভা গোল করলে শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এই জয়ে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগিজরা।
 
এদিকে ‘এইচ’ গ্রুপের আরেক ম্যাচে কিংসলে কোম্যানের জোড়া গোলে আলবেনিয়াকে ৪-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে ‘এ’ গ্রুপের ম্যাচে হ্যারি কেইনের হ্যাটট্রিকে বুলগেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।
 
বাংলাদেশ সময়: ০৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
আরএআর/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।