ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

দারুণ জয়ে শীর্ষে জার্মানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
দারুণ জয়ে শীর্ষে জার্মানি দারুণ জয়ে শীর্ষে জার্মানি

উয়েফা ইউরো ফুটবলের বাছাইপর্বে জয়ের ধারায় ফিরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নরদার্ন আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ স্থান দখল করেছে জোয়াকিম লো’র শিষ্যরা।

উইন্ডসোর পার্ক স্টেডিয়ামে পুরো ম্যাচ জুড়েই বল দখলে আধিপত্য দেখায় জার্মানি। তবে গোলের সুযোগ তৈরিতে জার্মানির সাথে পাল্লা দিয়েই লড়তে থাকে নরদার্ন আয়ারল্যান্ড।

ফলে গোল শূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর শুরুতেই এগিয়ে যায় জার্মানি। ৪৮ মিনিটে ডান পাশ দিয়ে ক্লসটারম্যানের দেওয়া ক্রস হেড দিয়ে বিপদমুক্ত করতে পারে আইরিশ ডিফেন্ডার। ফলে বল চলে যায় ফাঁকায় দাড়িয়ে থাকা হ্যালস্টেনবার্গের কাছে। বাম পায়ের জোড়ালো ভলি শটে বল লক্ষ্যভেদ করেন তিনি।

পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে পড়ে আয়ারল্যান্ড। তবে বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি তারা। তবে এরপর জার্মানি এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও আইরিশ গোলরক্ষকের কল্যাণে রক্ষা পায়।

ম্যাচের শেষ দিকে আসে দ্বিতীয় গোল ইরজুরি সময়ে কাই হ্যাভার্টজের বাড়ানো বল ডানপাশে কর্নার দিয়ে গোলরক্ষকে ফাঁকি দিয়ে দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করেন গিনাব্রি।

এই জয়ে ‘সি’ গ্রুপে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে জার্মানরা। আর গ্রুর্বে প্রথম পরাজয়ের স্বাদ পাওয়া নরদার্ন আয়ারল্যান্ড সমান মাচে ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
আরএআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।