ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

পটুয়াখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন কালিকাপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
পটুয়াখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন কালিকাপুর

পটুয়াখালী: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অর্নূধ্ব-১৭) পটুয়াখালী সদর উপজেলার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কালিকাপুর ইউনিয়ন পরিষদ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে অংশ নেয় সদর উপজেলার কালিকাপুর ও মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদ।

খেলায় ২-০ গোলে মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদকে হারিয়ে কালিকাপুর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতী।

এসময় উপজেলা ভাইস-চেয়ারম্যান সৈয়দ মো. সোহেল ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তানভীর আহমেদসহ উপজেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।