ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ভোলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন শিবপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
ভোলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন শিবপুর

ভোলা: ভোলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে শিবপুর ইউনিয়ন দল।

উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের গজনবী স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে ভেদুরিয়া ইউনিয়নকে হারিয়ে শিবপুর ইউনিয়ন দল বিজয়ী হয়।


 
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন ভোলার জেলা প্রশাসক (ডিসি) মাসুদ আলম ছিদ্দিক।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভাইস-চেয়ারম্যান মো. ইউনুস প্রমুখ।

গত ৬ সেপ্টেম্বর এ টুনামেন্টের উদ্বোধন হয়। টুনামেন্টে সদর উপজেলার ১২টি ইউনিয়ন দল অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।