ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

জাপানের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
জাপানের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ছবি:সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে জাপানের কাছে স্রেফ উড়ে গেল বাংলাদেশ। ম্যাচে ৯-০ গোলের বড় ব্যবধানে হারে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

থাইল্যান্ডের চোনবুরিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জাপানের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। তবে প্রথমার্ধে ৫ গোলের পর দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল হজম করতে হয়।

টানা দুই ম্যাচ হারা বাংলাদেশ এর আগে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল।

এই টুর্নামেন্টে জাপান বাংলাদেশের কাছে বরাবরই কঠিন প্রতিপক্ষ। গতবার জাপানের কাছে হেরেছিল ৩-০ গোলে। যেখানে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় লাল-সবুজের দল। আর গতবার উত্তর কোরিয়ার কাছে গ্রুপ পর্বে ৯-০ ব্যবধানের আরেকটি হার দেখেছিল বাংলাদেশ।

চলমান আসরে দ্বিতীয় পরাজয়ে গ্রুপ পর্ব থেকে প্রায় বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের। গ্রুপের শেষ ম্যাচে আগামী ২১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।