ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

যুব ফুটবলে মোহামেডানকে হারাল আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
যুব ফুটবলে মোহামেডানকে হারাল আবাহনী যুব ফুটবলে মোহামেডানকে হারাল আবাহনী।-ছবি: শোয়েব মিথুন

অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। ইকবালের হ্যাটট্রিকে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫-১ গোলে হারিয়েছে অাবাহনীর যুবারা। এরই ফলে কোয়ার্টার ফাইনালে উঠেছে আবাহনী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে ইকবালের গোলে এগিয়ে যায় আবাহনী। এরপর ২৪ মিনিটে সাকিব ও ২৮ মিনিটে সাকির দুটি গোল করলে ৩-০ গোলে এগিয়ে যায় আকাশী-নীল জার্সিধারীরা।

প্রথমার্ধের ৪৩ মিনিটে মোহামেডানের ইমরান পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন।

বিরতির পর ৫৮ ও ৬৮ মিমিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ইকবাল। আর এতেই বড় জয় নিশ্চিত হয় আবাহনীর যুবাদের।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।