ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ইউরোপা লিগে আর্সেনাল-ম্যানইউ’র শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
ইউরোপা লিগে আর্সেনাল-ম্যানইউ’র শুভ সূচনা ইউরোপা লিগে আর্সেনালের শুভ সূচনা-ছবি:সংগৃহীত

উয়েফা ইউরোপা ফুটবল লিগে জয় দিয়ে শুভ সূচনা করেছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপ ‘এফ’তে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল।

কমেরজব্যাংক স্টেডিয়ামে ম্যাচের ৩৮ মিনিটে আসে প্রথম গোল। বুকায়ো সাকা’র পাস থেকে গোল করে গানারদের লিড এনে দেন জো উইলক।

প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে এগিয়ে থেকে।

বিরতির পর ফ্রাঙ্কফুর্ট রক্ষণেদুর্গে বারবার আক্রমণ চালায় আর্সেনাল। ম্যাচের শেষ দিকে আসে দ্বিতীয় সাফল্য। ৮৫ মিনিটে নিকোলাস পেপের বাড়ান বল বাম পায়ের শটে জালে পাঠান সাকা। এর দুই মিনিট পরেই আসে তৃতীয় সাফল্য। সাকা’র বাড়ানো বল পেনাল্টি বক্সের মাঝামাঝি জায়গায় পেয়ে যান পিয়েরি এমরিক-আউবামেয়াং। ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

ইউরোপা লিগের আরেক ম্যাচে গ্রুপ ‘এল’তে এফসি আস্তানাকে ১-০ গোলে হারিয়েছে ম্যানইউ। ৬৯ মিনিটে মেসন গ্রীনউডের পা থেকে জয়সূচক গোলটি আসে।

গ্রুপ ‘এ’ তে কারাবাগকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। এছাড়া গ্রুপ ‘এফ’ এর ম্যাচে ইস্তানবুল বাসাখসিরকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে এএস রোমা।

বাংলাদেশ সময়ঃ ০৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।