ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ভুটানকে হারালো বাংলাদেশের কিশোররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
ভুটানকে হারালো বাংলাদেশের কিশোররা

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই পর্বে প্রথম জয় তুলে নিলো বাংলাদেশ। ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলার কিশোররা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী কাতারের সঙ্গে লড়াই করে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

কাতারের অ্যাস্পায়ার ডোম স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। সাঈদের পা থেকে আসে গোলটি।

বিরতির পর শুরুতেই আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় লাল-সবুজের দল। এরপর মইনের গোলে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগামী ২২ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইয়েমেনের মুখোমুখি হবে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
আরএআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।