ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

সিঙ্গাপুর সফরের ব্রাজিল দলে নেইমার, ফিরছেন জেসুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
সিঙ্গাপুর সফরের ব্রাজিল দলে নেইমার, ফিরছেন জেসুস নেইমার জুনিয়র-ছবি: সংগৃহীত

জাপানের বিপক্ষে নায়কোচিত ৪ গোল করার প্রায় ৫ বছর পর ফের সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ফিরছেন নেইমার জুনিয়র। এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রাজিল দলে ফিরছেন গ্যাব্রিয়েল জেসুস।

আগামী অক্টোবরে সিঙ্গাপুর সফরে যাবে ব্রাজিল। সেখানে সেনেগাল ও নাইজেরিয়ার বিপক্ষে ২টি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এই দুই ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। দলে নেইমার, জেসুসের জায়গা হলেও বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র।

গত কোপা আমেরিকার ফাইনালে শেষ বাঁশি বাজার ২০ মিনিট আগে রেফারি লাল কার্ড দেখানোয় ক্ষোভ প্রকাশ করেন জেসুস। পরে তাকে সাময়িক নিষিদ্ধ করে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এর প্রায় দুই মাস পর মাঠে নামতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার জেসুস।  

গ্রীষ্মের দলদবলের নাটক পেরিয়ে পিএসজির হয়ে মাঠে নেমেছেন নেইমার। মৌসুমে প্রথমবারের মতো মাঠে নেমে স্ত্রাসবুর্গের বিপক্ষে শেষ মুহূর্তের অবিশ্বাস্য এক গোলে দলও জিতিয়েছেন। এর কয়েকদিন পরেই তাকে স্কোয়াডে ডাকলেন ব্রাজিল কোচ তিতে।  

গত মৌসুমে ইনজুরির সঙ্গে লড়াই করা নেইমার এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে পেরু ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছেন। কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র ম্যাচে নিজে এক গোল করার পাশাপাশি একটিতে অ্যাসিস্টও করেছিলেন।

ব্রাজিলের স্কোয়াডে নতুন মুখ রেনান লদি। লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে এরই মধ্যে উজ্জ্বল অভিষেক হয়েছে এই ২১ বছর বয়সী ডিফেন্ডারের। এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন গোলরক্ষক সান্তোস ও মিডফিল্ডার ম্যাথুস হেনরিক।  

১০ অক্টোবর সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ঠিক ৩ দিন পর।

ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: এদারসন, সান্তোস এবং ওয়েভারতন।
ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, এদের মিলিতাও, মারকুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, রেনান লদি, রদ্রিগো কাইয়ো এবং থিয়াগো সিলভা।
মিডফিল্ডার: লুকাস পাকুইতা, আর্থার মেলো, কাসেমিরো, ফ্যাবিনহো, ম্যাথুস হেনরিক এবং ফিলিপ্পে কৌতিনহো।
ফরোয়ার্ড: নেইমার, এভারটন, গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন এবং রবার্তো ফিরমিনো।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।