ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর নৈপুণ্যে জিতলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
রোনালদোর নৈপুণ্যে জিতলো জুভেন্টাস

ইতালিয়ান ফুটবল লিগে জয় পেয়েছে জায়ান্ট জুভেন্টাস। পিছিয়ে পড়েও ভেরোনাকে ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্টরা। ফলে টানা দুই ম্যাচ ড্রয়ের পর জয়ের মুখ দেখলো ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

তবে ঘরের মাঠে ম্যাচের শুরুর দিকে পিছিয়ে পড়ে জুভেন্টাস। ১৯ মিনিটে সামুয়েল দি কারমিনের পেনাল্টি শট পোস্টে লেগে ফিরে আসে।

এরপর সেই ফিরতি বল লারকো দাজোভিচ শট করতে সেটাও ফিরে আসে পোস্টে লেগে। ২০তম মিনিটে হতাশা কাটে দলটির। পেনাল্টির মিসের সেই আক্রমণ থেকেই ডি-বক্সের বেশ বাইরে থেকে বুলেট গতির ভলিতে লক্ষ্যভেদ করেন মিগেল ভেলোসো।

৩১ মিনিটে সমতায় ফেরে জুভেন্টাস। রোনালদোর পাস থেকে পেনাল্টি বক্সের বাহির থেকে শট দিয়ে গোল করেন অ্যারোন র‌্যামজি।

বিরতির পর ৪৯ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন রোনালদো। ম্যাচের বাকিটা সময় ভেরোনা সমতায় ফিরতে ব্যর্থ হলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রোনালদোর দল। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।
 
বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
আরএআর/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।