ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

সাউদ্যাম্পটনকে উড়িয়ে দিল চেলসি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
সাউদ্যাম্পটনকে উড়িয়ে দিল চেলসি  বল দখলের লড়াইয়ে কান্তে: ছবি-সংগৃহীত

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে অপরাজিত থাকলো চেলসি। এবার তারা জয় তুলে নিয়েছে সাউদ্যাম্পটনের মাঠ থেকে। রোববার (০৬ অক্টোবর) ‘দ্য সেইন্ট’দের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে ব্লুজরা।

সাউদ্যাম্পটনের সেন্ট মেরিস স্টেডিয়ামে শুরু থেকে প্রভাব বিস্তার করে খেলতে থাকে চেলসি। সেই ধারাবাহিকতায় কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা এগিয়ে যায় ম্যাচে ১৭ মিনিটে।

হাডসন-ওডোইয়ের পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন ট্যামি আব্রাহাম। এই নিয়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে অষ্টম গোল পেলেন এই ২২ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড।

২৪ মিনিটে আবারও এগিয়ে যায় ল্যাম্পার্ডের দল। উইলিয়ানের পাস থেকে দলের দ্বিতীয় গোল করেন মিডফিল্ডার ম্যাসন মাউন্ট। সমতায় ফিরতে মরিয়া সাউদ্যাম্পটন সুযোগটা পেয়ে যায় ৩০ মিনিটে। স্ট্রাইকার ড্যানি ইঙ্গসের গোলে ব্যবধানটা ২-১ করে স্বাগতিকরা। কিন্তু বিরতিতে যাওয়ার আগে আবার পিছিয়ে পড়ে সাউদ্যাম্পটন। মার্কোস আলোনসোর পাস থেকে লক্ষ্যভেদি শট নেন এনগোলা কান্তে।  

দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে চেলসি। অবশ্য বিরতির পর নিজেদের রক্ষণটা শক্তভাবে সামাল দিয়ে পাল্টা আক্রমণেও যায় সাউদ্যাম্পটন। কিন্তু ব্লুজদের রক্ষণের বিপক্ষে সুফল পায়নি। উল্টো ৮৯ মিনিটে চতুর্থ গোল হজম করে তারা। বদলি হিসেবে নেমে ক্রিস্টিয়ান পুলিসিচের পাস থেকে চেলসিকে বড় জয় এনে দেন মিচি বাতসুয়ি।  

এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার পঞ্চম স্থানটা ধরে রেখেছে চেলসি। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চারে লেস্টার সিটি। ১৫ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১৬। টানা আট জয়ে ২৪ পয়েন্ট শীর্ষে লিভারপুল।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।