ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

অভিষেক গোলে আর্সেনালকে জেতালেন ডেভিড লুইস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
অভিষেক গোলে আর্সেনালকে জেতালেন ডেভিড লুইস বোর্নমুথের জালে বল জড়িয়ে দিচ্ছেন লুইস: ছবি-সংগৃহীত

চেলসি ছেড়ে চলতি মৌসুমে আর্সেনালে যোগ দিয়ে ইতোমধ্যে কোচ উনাই এমেরির বিশ্বাসের প্রতিদান দিতে শুরু করেছেন ডেভিড লুইস। ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক গানারদের রক্ষণভাগ সামলানোর পাশাপাশি গোলেও সহায়তা করছেন। এবার লুইসের দুর্দান্ত গোলেই ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে বোর্নমুথকে ১-০ ব্যবধানে হারালো আর্সেনাল। 

আর্সেনালের জার্সিতে প্রিমিয়ার লিগে ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে প্রথম গোল পেলেন লুইস। ম্যাচের নবম মিনিটে নিকোলাস পেপের কর্নার কিক থেকে হেড দিয়ে বোর্নমুথের জালে বল জড়িয়ে দেন এই ৩২ বছর বয়সী তারকা।

ম্যাচের শেষ পযর্ন্ত সেই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় এমেরির দল।  

এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে আর্সেনাল। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৫। গানারদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। ১৪ পয়েন্ট নিয়ে চারে লেস্টার সিটি। টানা আট ম্যাচ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে লিভারপুল।  

বাংলাদেশে সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।