ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগ শেষে রিয়াল ছাড়তে চান গ্যারেথ বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
চ্যাম্পিয়নস লিগ শেষে রিয়াল ছাড়তে চান গ্যারেথ বেল গ্যারেথ বেল: ছবি-সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর গ্যারেথ বেলকে বিক্রি করতে চেয়েছিলেন জিনেদিন জিদান। গত দলবদলের মৌসুমে জিদান-বেল দ্বন্দ্বও তুঙ্গে ছিল। অবশ্য নতুন মৌসুম শুরুর পর তা কিছুটা শিথিল হয়ে পড়ে। তবে আবারও এই গুরু-শিষ্যের ‘কোল্ড ওয়ার’ শুরু হয়েছে। যার ফলে বিরক্ত হয়ে চলতি চ্যাম্পিয়নস লিগ শেষে রিয়ালের সঙ্গে নিজ থেকে সম্পর্কের ইতি টানতে চান বেল। এমনটাই জানিয়েছে মাদ্রিদভিত্তিক দৈনিক পত্রিকা ‘এএস’। 

চলতি চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মুখোমুখি হয় ক্লাব ব্রুগের। মূল একাদশ তো বটেই, ২-২ ব্যবধানে ড্র হওয়া ম্যাচটিতে বদলি হিসেবেও মাঠে নামতে পারেননি বেল।

যার কারণে কোচ জিদানের সঙ্গে ৩০ বছর বয়সী ওয়েলস উইঙ্গারের পুনরায় সম্পর্কের অবনতি হয়েছে।  

অবশ্য চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছিলেন বেল। কিন্তু সেই ম্যাচে ফরাসি জায়ান্টদের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয় লস ব্লাঙ্কোসরা।  

জিদানের সঙ্গে সম্পর্ক তিতকুটে হলেও চলতি মৌসুমের লা লিগায় ভালো সুযোগ পেয়েছেন বেল। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামেন ওয়েলস তারকা। লা লিগায় দলের ৮ ম্যাচের মধ্যে ৬টিতে খেলেছেন তিনি। গত শনিবার লা লিগায় গ্রানাদার বিপক্ষে ৪-২ ব্যবধানে জেতা ম্যাচেও একাদশে সুযোগ পান বেল।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।