ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ভুটানকে হারিয়ে সাফে মেয়েদের শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
ভুটানকে হারিয়ে সাফে মেয়েদের শুরু ছবি:সংগৃহীত

অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে জয় পায় কিশোরীরা।

বুধবার (০৯ অক্টোবর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বয়সভিত্তিক এই প্রতিযোগিতা মুখোমুখি হয় স্বাগতিক দল ও বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের প্রথম থেকেই দারুণ খেলা বাংলাদেশ ২০ মিনিটে লিড নেয়।

ডি-বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে গোলটি করেন শাহেদা আক্তার। পরে ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এবারের গোলদাতা রোজিনা আক্তার।

এর আগে ২০১৭ সালে প্রথম আসরে শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। তবে ২০১৮ সালের দ্বিতীয় আসরে ভারতের কাছে হেরেই রানার্সআপ হয়েছিল লাল-সবুজের দল। তাই এবারের দারুণ এই জয় হারানো মুকুট ফিরে পেতে সাহায্য করবে।

শুক্রবার (১২ অক্টোবর) বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে। নেপাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের কাছে ৪-১ গোলে হেরে এবারের আসর শুরু করেছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।