ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো: ছবি-সংগৃহীত

বাংলাদেশ সফরে আসছেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আমন্ত্রণে বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশে আসবেন তিনি। তবে পরেরদিন বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তিনি ঢাকা ছাড়বেন। 

এই ব্যাপারে বাফুফে’র সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বাংলানিউজকে বলেন, ‘আমরা ফিফা’র প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তাতে তিনি সাড়া দিয়েছেন।

আগামী ১৬ অক্টোবর সন্ধ্যায় তিনি এক দিনের সফরে বাংলাদেশে আসবেন। ১৭ অক্টোবর সন্ধ্যায় তিনি ঢাকা ছাড়বেন। এ ব্যাপারে আমরা বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেব। ’ 

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।