ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ভারতকে ফেবারিট মানছেন জেমি ডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
ভারতকে ফেবারিট মানছেন জেমি ডে সংবাদ সম্মেলনে কথা বলছেন কোচ জেমি ডে: ফাইল ফটো

কাতারের বিপক্ষে লড়াই করেও হেরেছে বাংলাদেশ। সেই ক্ষত ভুলে মঙ্গলবার (১৫ অক্টোবর) ভারতের বিপক্ষে মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে রক্ষণভাগ নিয়ে চিন্তায় পড়েছে স্বাগতিক ভারত। চোটের কারণে খেলতে পারবেন না ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান। অবশ্য কেরালা ব্লাস্টার্সের এই তারকাকে ছাড়াই ভারতকে ফেবারিট মানছেন বাংলাদেশ কোচ জেমি ডে। 

শুক্রবার (১১ অক্টোবর) কোচ ডে জানান, রক্ষণভাগে সন্দেশ জিঙ্গানকে না পেলেও সুনীল ছেত্রীর নেতৃর্ত্বে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ভারত ভালো শুরু করবে।  

বুধবার (০৯ অক্টোবর) নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র হওয়া ম্যাচে বাঁ-হাঁটুতে চোট পান জিঙ্গান।

লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় শল্য চিকিৎসকের ছুরির নিচে যেতে হবে তাকে। যার কারণে ৬ মাস মাঠের বাইরে কাটাতে হবে এই ভারতীয় ডিফেন্ডারকে। ভারতীয় দলে রাহুল বেকের পর চোট পাওয়াদের তালিকায় সর্বশেষ যুক্ত হলেন জিঙ্গান।   

অবশ্য ভারতকে ফেবারিট মানলেও নিজ দলের সুযোগ আছে বলেও মনে করেন বাংলাদেশ কোচ। ভারতে পৌঁছে পিটিআই’কে জেমি ডে বলেন, ‘সে (জিঙ্গান) চোট পাওয়ায় আমি কোনো ভিন্নতা দেখতে পাচ্ছি না। ভারত ঘরের মাটিতে খেলবে এবং জয়ের আশা করবে। ’ 

কোচ ডে ভারতকে ফেবারিট মানার আরেকটি কারণও আছে। ফিফা র্যাংকিংয়ে ১০৪তম স্থানে আছে তারা। যেখানে বাংলাদেশের অবস্থান ১৮৭তম। এছাড়াও বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকায় বিশ্বকাপ বাছাইপর্বে ‘ই’ গ্রুপের শীর্ষ দল কাতারের বিপক্ষে ২-০ গোলে হেরেছে জামাল ভূঁইয়ারা। অন্যদিকে গত মাসে একই প্রতিপক্ষের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ভারত।  

তবে এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে হারলেও শিষ্যদের পারফরম্যান্সে খুশি কোচ ডে, ‘সবকিছু সুনির্দিষ্টভাবে হচ্ছে এবং আমরা চূড়ান্তভাবে আমাদের পারফরম্যান্সে খুশি। ’ 

সেই সঙ্গে ভারত ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাকের অধীনে ভালো করছে বলেও জানান এবসফ্লিট এবং উয়েলিং ইউনাইটেডের সাবেক কোচ জেমি ডে, ‘আমি দেখছি বর্তমান সময়ে ভারত উন্নতি করছে। বস্তুত, ইগর স্টিমাকের দায়িত্ব নেওয়ার আগ থেকে ভারত তাদের সাবেক ইংলিশ কোচ থেকে উন্নতি করে আসছে। আমি কখনো ইগরের সঙ্গে সাক্ষাৎ কিংবা কথা বলিনি। তবে আমি শিগগিরই তার সঙ্গে সাক্ষাতের দিকে তাকিয়ে আছি। ’ 

আগামী মঙ্গলবার সল্টলেক স্টেডিয়ামে মহারণ সম্পর্কে কোচ ডে আরো বলেন, ‘কাতারের বিপক্ষে লড়াইয়ের আগে আমরা কিছু সময় পেয়েছিলাম প্রস্ততির জন্য এবং তা ১৫ অক্টোবরের ম্যাচের জন্যও সাহায্য করবে। ’ 

তরুণ ও অভিজ্ঞদের নিয়ে বাংলাদেশের স্কোয়াড গঠন করেছেন জেমি ডে। সেই ব্যাপারে ৪০ বছর বয়সী কোচ বলেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ছেলেরা দুর্দান্ত খেলেছে এশিয়ান গেমসে। অামরা তাদের পরীক্ষা করতে চেয়েছিলাম। তবে একই সঙ্গে আমি এটাও বিশ্বাস করি যে, ক্যাম্পে এবং আন্তর্জাতিক ম্যাচের জন্য আমাদের কিছু অভিজ্ঞতা প্রয়োজন। ’ 

২০১৮ সালের মে মাসে দায়িত্ব নেওয়ার পর জেমি ডে’র অধীনে বাংলাদেশ ১৩টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৭টিতে জিতেছে। দুর্দান্ত একটি দল গোছানোর দিকে মনোযোগ দিচ্ছেন এই ইংলিশ কোচ, ‘আমি মনে করি, দল হিসেবে আমরা শক্তিশালী হয়েছি এবং আগের চেয়ে এখন আমরা অনেক গোছানো। যার ফলে আমাদের হারানো অন্যদের পক্ষে কঠিন হবে। তবে এটাও বুঝতে হবে যাতে আমরা কোনো ভুল না করি। যখন থেকে আমি দায়িত্ব নিয়েছি তখন থেকে শিখছি কিভাবে জিততে হয়। ’ 

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।