ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

দশ জনের দল নিয়েও এস্তোনিয়াকে হারালো জার্মানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
দশ জনের দল নিয়েও এস্তোনিয়াকে হারালো জার্মানি উয়েফা ইউরো বাছাইপর্বে এস্তোনিয়াকে হারিয়েছে জার্মানি

উয়েফা ইউরো বাছাইপর্বে জয় পেয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ইলকায় গুন্দুগানের জোড়া গোলে এস্তোনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জোয়াকিম লো’র শিষ্যরা।

অ্যালিকো অ্যারিনাতে ম্যাচের শুরুতেই জার্মানিকে বিপদে পড়তে হয়। ম্যাচের ১৪ মিনিটে এস্তোনিয়ার ফ্রাঙ্ক লিভাককে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জার্মান ডিফেন্ডার ইমার ক্যানকে।

তবে ১০ জনের দল নিয়ে স্বাগতিকদের ওপর বল দখলে আধিপত্য দেখায় জার্মানি। প্রথমার্ধের ৪০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। মার্কো রয়েসের নেওয়া ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে।

বিরতির পর নিজেদের ভালোভাবে গুছিয়ে নেয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ৫১ মিনিটে কাই হাভার্টসের নেওয়া শট এস্তোনিয়ার ডিফেন্ডারে গায়ে লেগে বল চলে যায় গুন্দুগানের পায়ে। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।

৫৭ মিনিটে আসে দ্বিতীয় গোল। পেনাল্টি ডি-বক্সের ভেতরে রয়েসের আলতো ব্যাকহিল থেকে বল পেয়ে জোরালো শট করেন গুন্দুগান। এস্তোনিয়ার ডিফেন্ডারের পায়ে লেগে বল জালে পৌঁছে যায়।

এরপর ৭১ মিনিটে ব্যবধান বাড়ায় জার্মানরা। মাঝমাঠ থেকে গুন্দুগানের বাড়ানো লম্বা পাস পেনাল্টি বক্সের বাম দিকে ফাঁকায় দাঁড়িয়ে থাকা টিমো ভার্নার পেয়ে যান। গোলরক্ষকে ফাঁকি দিয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান এ জার্মান স্ট্রাইকার।

এ জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে মুখোমুখি পরিসংখ্যানে পিছিয়ে থেকে ‘সি’ গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
আরএআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।