ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৫ দলের কাছে টাইব্রেকারে ৫-৩ গোলে হেরেছে গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের প্রখমার্ধে কেউ গোল আদায় করতে পারেনি। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে উভয় দল।

তবে শত চেষ্টা করেও গোল আদায়ে ব্যর্থ হয় তারা। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

সেখানে ৫-৩ গোলে হেরে টানা দ্বিতীয়বার রানার্সআপ হয় বাংলাদেশের মেয়েরা। প্রথম আসরে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
আরএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।