ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

মধ্যরাতে ঢাকায় আসছেন ফিফা সভাপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
মধ্যরাতে ঢাকায় আসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো-ছবি:সংগৃহীত

বুধবার (১৬ অক্টোবর) দিনগত রাতে বাংলাদেশে আসছেন ফিফা’র সভপতি জিয়ান্নি ইনফান্তিনো। রাত সোয়া একটার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে কথা রয়েছে তার।

সভাপতি নির্বাচিত হওয়ার পর এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে কখনো সফরে আসেননি ইনফ্যান্তিনো। তাই এবার এরই অংশ হিসেবে ঢাকায় আসছেন ইনফান্তিনো।

পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তার ঢাকায় আসার কথা রয়েছে।

১৬ ঘন্টার এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইনফান্তিনো। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে ফিফা সভাপতির। এরপরই তিনি যাবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে।

কোনো ফিফা সভাপতির এটা বাংলাদেশে চতুর্থবার আগমন। ১৯৮০-৮১ সালের দিকে হোয়াও হ্যাভেলেঞ্জ প্রথম এসেছিলেন বাংলাদেশে। এরপর ২০০৬ সালে বাংলাদেশে আসেন সেপ ব্লাটার। ২০১২ সালে দ্বিতীয় বার সেপ ব্লাটার আসেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।