ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

শিরোপা চাই বসুন্ধরা কিংসের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
শিরোপা চাই বসুন্ধরা কিংসের বসুন্ধরা কিংস্ এর সংবাদ সম্মেলন/ছবি: বাংলানিউজ

ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম অংশগ্রহণেই শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছিল বসুন্ধরা কিংস। এর আগে মৌসুমের শুরুতে স্বাধীনতা কাপের শিরোপা যোগ করলে ইতিহাসটা অনন্য। এবার দ্বিতীয় মৌসুমের পালা।

নতুন মৌসুম শুরুর আগেই অবশ্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে লিগ চ্যাম্পিয়নরা। ১৯ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে দেশের ক্লাব ফুটবলের অন্যতম বড় আসর শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসর।

অংশ নিচ্ছে ৫ দেশের ৮টি ক্লাব। এই আসরকে সামনে রেখে এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন অস্কার ব্রুজোনের শিষ্যরা।  

এবারের আসরের গ্রুপ ‘এ’তে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর সঙ্গী মালদ্বীপের টিসি স্পোর্টস, ভারতের মোহনবাগান ও লাওসের ক্লাব ইয়ং এলিফেন্ট। গ্রুপ ‘বি’তে আছে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, ভারতের চেন্নাইয়িন এফসি ও মালয়েশিয়ার তেরেঙ্গুনা এফসি। বিদেশি দলগুলো বেশ শক্তিশালী তাতে সন্দেহ নেই। তবে বসুন্ধরা কিংসের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।

সামনেই প্রথমবারের মতো এএফসি কাপে অংশ নিতে যাচ্ছে বসুন্ধরা কিংস। আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে ঘরের মাটিতেই আন্তর্জাতিক ফুটবলের ছোঁয়া পাওয়া যাবে ক্লাব কাপে। ফলে প্রস্তুতিটাও সেভাবেই নিচ্ছে দলটি। যদিও এবার মাত্র দুজন বিদেশি ফুটবলারকে পাচ্ছেন ব্রুজোন। তবে অধিনায়কের আর্মব্যান্ড থাকছে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাসম্পন্ন কোস্টারিকান তারকা দেনিয়েল কলিন্দ্রেসের হাতেই। এবারও এই দল নিয়ে বাজিমাত করতে চান বসুন্ধরা কিংস কোচ।

টুর্নামেন্ট শুরুর আগে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে অস্কার ব্রুজোন বলেন, ‘এটা অনেক মর্যাদার এক আসর। মাত্র একটি দলই জিতবে শিরোপা। প্রতিটি দলই শক্তিশালী। আমাদের লক্ষ্য সেরা পারফরম্যান্স দেওয়া। বাংলাদেশ যেমন ভারতে গিয়ে খেলে এসেছে, আমরাও তেমনই কিছু করে দেখাতে চাই। আমরা ফাইনাল খেলতে চাই। শিরোপা জিততে পারলে ভালো। আমরা কাউকে ছাড় দেবো না। ’

দলে নতুন খেলোয়াড় যুক্ত হয়েছেন কয়েকজন। তবে অনুশীলনের মাধ্যমে নতুনদের দিয়েও সেরাটা বের করে আনা সম্ভব বলে মনে করেন ব্রুজোন, ‘আমাদের দলে নতুন খেলোয়াড় যোগ হয়েছে, শক্তিও বেড়েছে। নতুনরা দলের দর্শনের সঙ্গে মানিয়ে নিচ্ছে। তারা বুঝতে পারছে যে আমরা সব ম্যাচই সমান গুরুত্ব দিই। আমরা সেরা দল হতে চাই। ’

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম আবাহনী ও টিসি স্পোর্টসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।