ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

৩ গোলে এগিয়ে চট্টগ্রাম আবাহনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
৩ গোলে এগিয়ে চট্টগ্রাম আবাহনী খেলায় ৩-০ গোলে এগিয়ে চট্টগ্রাম আবাহনী। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের উদ্বোধনী খেলার প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে রয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টস এখনো গোলের দেখা পায়নি।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এমএ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় আসর শুরু হয়।

টুর্নামেন্টের ৮ মিনিটে প্রথম গোলটি করেন আবাহনীর চিনিদুমেথিউ।

১১ মিনিটে দ্বিতীয় গোল করেন ইয়াসিন আরাফাত। ৪০ মিনিটে তৃতীয় গোল করেন চিনিদু।

প্রথমার্ধের খেলায় আবাহনীর কোচ একেএম মারুফুল হকের কথা প্রতিধ্বনিত হলো। তিনি বলেছিলেন, শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে দল গঠন করা হয়েছে।

আরও পড়ুন>> শেখ কামাল ক্লাব কাপের বর্ণিল উদ্বোধন

এর আগে বর্ণিল আতশবাজির ঝলকানি, হাজারো দর্শকের উল্লাসে এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

টুর্নামেন্টকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো স্টেডিয়াম। জাতির পিতা শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ কামালের বিশাল ছবি ছবি স্থাপন করা হয়েছে মাঠে

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।