ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

উয়েফা কাপে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
উয়েফা কাপে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন

উয়েফা অ্যাসিস্ট ডেভেলপমেন্ট অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে মইনুল ইসলামের হ্যাটট্রিকে মালদ্বীপকে ৬-০ গোলে বিধ্বস্ত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।

রোববার (২০ অক্টোবর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরো ম্যাচেই আধিপত্য দেখায় স্বাগতিকরা। প্রথমার্ধের ৭ মিনিটে ইমনের দেওয়া গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর ১৪ মিনিটে সাজেদ ইসলাম সুমন, ২৩ মিনিটে অপূর্ব মালি এবং ৩৭ মিনিটে ইমন গোল করলে বিরতির আগে ৪-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের দলটি। বিরতির পর ৫২ ও ৮৩ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ইমন।

এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ২-০ গোলে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ইউরোপের দল ফারো আইল্যান্ডকে ৩-১ গোলে হারায় বাংলাদেশের কিশোররা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক পরিচালিত একাডেমির ফুটবলাদের নিয়ে দল গঠন করেই প্রথম কোনো টুর্নামেন্টের শিরোপা জিতল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।