ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

আদিতমারীতে বাংলাদেশ-ভারত প্রীতি ফুটবল ম্যাচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
আদিতমারীতে বাংলাদেশ-ভারত প্রীতি ফুটবল ম্যাচ ছবি:বাংলানিউজ

লালমনিরহাট: মঙ্গলবার (২২ অক্টোবর)  লালমনিরহাটের আদিতমারীতে প্রথমবারের মতো বাংলাদেশ-ভারত প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ফরহাদ আলম সুমন।

ফরহাদ আলম সুমন বাংলানিউজকে বলেন, উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথমবারের মতো আদিতমারী উপজেলায় ভারত-বাংলাদেশের প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার প্রাণ কেন্দ্র আদিতমারী জিএস সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ভারতের পশ্চিমবঙ্গের গ্রীনল্যান্ড ডুয়ার্স ভ্যার্টান্স স্পোর্টস ক্লাব একাদশের মোকাবেলা করবে লালমনিরহাটের সোনালী অতীত ফুটবল  ক্লাব একাদশ। এ প্রতিযোগিতা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ প্রতিযোগিতাকে ঘিরে ফুটবল প্রেমীদের মাঝ উৎসবের আমেজ দেখা দিয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিতে সোমবার বিকেলে বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের গ্রীনল্যান্ড ডুয়ার্স ভ্যার্টান্স স্পোর্টস ক্লাবের ৩০ সদস্যের একটি দল লালমনিরহাটে পৌঁছেন।

ভারতীয় এ ফুটবল দলটি বাংলাদেশের রাজধানী ঢাকায় দুইটি, রংপুরে একটি ও আদিতমারীতে একটি প্রীতি ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবেন।  

মঙ্গলবার বিকেল ৪টায় এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করবেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আবু জাফর। লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম সেবা, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।