ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা কিংস শক্তিশালী দল: কেরালা কোচ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
বসুন্ধরা কিংস শক্তিশালী দল: কেরালা কোচ 

প্রস্তুতির সময়ও পায়নি। তার মধ্যে ছিল দীর্ঘ ভ্রমণ ক্লান্তি। তবে তাতেও দুর্দান্ত জয় তুলে নিয়েছে ভারতের শ্রী গোকুলাম কেরালা এফসি। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তারা হারিয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের অন্যতম ফেবারিট বসুন্ধরা কিংসকে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) ফার্নান্দো আন্দ্রেস সান্তিয়াগোর শিষ্যরা জিতেছে ৩-১ ব্যবধানে। এ জয়ে সেমিফাইনালে যাওয়ার পথে একধাপ এগিয়ে গেছে কেরালা।

 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বেশ হাসি মুখেই এলেন জয়ের অন্যতম নায়ক নাথানিয়েল জুড গার্সিয়া। সঙ্গে এলেন কোচ ফার্নান্দো সান্তিয়াগো। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়ায় খুশি কেরালা কোচ।  

শিষ্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত খুশি জয় পাওয়ায়। ছেলেরা দারুণ ফুটবল উপহার দিয়েছে। এমন অত্যন্ত শক্তিশালী দলের বিপক্ষে জয় পেয়েছি। বসু্ন্ধরা কিংস খুব খুব শক্তিশালী দল। আশা করি, পরের ম্যাচগুলোতে জয়ের ধারা ধরে রাখতে পারবো। ’ 

কেরালা তাদের দ্বিতীয় ম্যাচ ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) মালেয়শিয়ার ক্লাব তেরেঙ্গানু এফসির বিপক্ষে।

** হারলেও সেমির ব্যাপারে আশাবাদী বসুন্ধরা কোচ ব্রুজন  
** ইয়ংয়ের বিপক্ষে ম্যাচের আগে সতর্ক জামাল ভূঁইয়া

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
ইউবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।