ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

তুরস্কে ক্রুসের গোলে জিতলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
তুরস্কে ক্রুসের গোলে জিতলো রিয়াল মাদ্রিদ ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে নিজের ১০০তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন টনি ক্রুস। এই জার্মান মিডফিল্ডারের একমাত্র গোলে তুরস্কের গ্যালাতাসারাইয়ের বিপক্ষে জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। তবে একমাত্র গোলটি ক্রুসের পা থেকে এলেও অভিষেকেই দুর্দান্ত খেলে সবার নজর কেড়েছেন রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো গোয়েস।

তুরস্কের ইস্তানবুলে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলের জয়ে গ্রুপ ‘এ’র দ্বিতীয় স্থানে উঠে এলো লস ব্ল্যাঙ্কোসরা। একই রাতে বিশাল জয় পাওয়া পিএসজি আছে গ্রুপের শীর্ষে।

ম্যাচটা অবশ্য বড় ব্যবধানেই জিততে পারত রিয়াল। কিন্তু দলের তরুণ তুর্কিরা ফিনিশিংয়ে দুর্বলতার পরিচয় দিয়েছেন। তবে রিয়ালের সৌভাগ্য বলতে হবে, কারণ থিবাউ কুর্তোয়া কয়েকটি দুর্দান্ত সেভ না করলে উল্টো হারের যন্ত্রণায় পুড়তে হতো জিদানের দলকে। পূর্ণশক্তির রিয়ালকে কাঁপিয়ে দিয়েছিল গ্যালাতাসারাই। দলটির ফ্লোরিন আন্দোনে দুটি দারুণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু কুর্তোয়া বিপদ ঘটতে দেননি।  

প্রতিপক্ষ যখন গোল মিসের কষ্টে কাঁতর, এই সুযোগে আচমকা গোলে রিয়ালকে এগিয়ে দেন ক্রুস। বেনজেমার পাস ধরে বাঁ প্রান্তে আক্রমণে উঠে আসেন হ্যাজার্ড, আর বেলজিয়ান তারকার কাটব্যাক পাস থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন ফাঁকায় থাকা জার্মান তারকা। এরপর অবশ্য দুই দলই অসংখ্য সুযোগ নষ্ট করেছে। কিন্তু জয়ের হাসি নিয়ে ফিরেছে স্প্যানিশ জায়ান্টরাই।

ম্যাচটা না জিতলে চাকরি নিয়েই টানাটানি পড়ে যেত জিদানের। কিন্তু ক্রুস আর রদ্রিগো মিলে তার চেয়ারটা এবারের মতো বাঁচিয়ে দিলেন।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।