ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

অ্যাস্টনের বিপক্ষে ম্যানসিটির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
অ্যাস্টনের বিপক্ষে ম্যানসিটির দুর্দান্ত জয় ছবি:সংগৃহীত

অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। দলের হয়ে একটি করে গোল করেন রাহিম স্টার্লিং, কেভিন ডি ব্রুইনা ও ইলকাই গুনদোগান। তবে শেষ দিকে ফার্নান্দিনহো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সিটি।

শনিবার (২৬ অক্টোবর) ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুরে অ্যাস্টন ভিলার মুখোমুখি পেপ গার্দিওলার শিষ্যরা। তবে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দলকে লিড পাইয়ে দেন স্টার্লিং। গাব্রিয়েল জেসুসের পাসে কোনাকুনি শটে গোলটি করেন এই তারকা মিডফিল্ডার। ৬৫ মিনিটে বেলজিয়াম তারকা ডি ব্রুইনার ক্রসে ব্যবধান দ্বিগুণ হয়। আর ৭০ মিনিটে গুনদোগানের গোলে বড় জয় নিশ্চিত হয় দলটির।

৮৭ মিনিটে ফার্নান্দিনহো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সিটি।

লিগে এ জয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ফিরলো ম্যানসিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুল ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।