ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

পুলিসিকের হ্যাটট্রিকে চেলসির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
পুলিসিকের হ্যাটট্রিকে চেলসির জয় ছবি:সংগৃহীত

ক্রিস্টিয়ান পুলিসিকের হ্যাটট্রিকের ওপর ভর করে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ জয় পেয়েছে চেলসি। বার্নলিকে ৪-২ গোলে হারায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা। এ মৌসুমে ব্লুজদের দলে যোগ দেওয়া যুক্তরাষ্ট্রের এই উইঙ্গার এদিনই দলের জার্সিতে প্রথম গোল করেছেন।

শনিবার বার্নলির মাঠ টার্ফ মুরে আতিথেয়তা নিতে যায় চেলসি। যেখানে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা দলটির হয়ে ২১, ৪৫ ও ৫৬ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন পুলিসিক।

পরে ৫৮ মিনিটে উইলিয়ান চেলসির হয়ে চতুর্থ গোলটি করেন। যদিও ম্যাচের শেষ দিকে দুটি গোল শোধ দেয় বার্নলি। কিন্তু হার এড়াতে তা যথেষ্ট ছিল না।

লিগে ১০ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। দ্বিতীয়স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লেস্টার।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।