ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রিয়াল মাদ্রিদ ম্যাচের আগেই ফিরবেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
রিয়াল মাদ্রিদ ম্যাচের আগেই ফিরবেন নেইমার নেইমার জুনিয়র-ছবি: সংগৃহীত

ইনজুরির ধাক্কা কাটিয়ে ফেরার অপেক্ষায় আছেন নেইমার জুনিয়র। আগামী ২৬ নভেম্বর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগেই মাঠে ফিরবেন এই পিএসজি ফরোয়ার্ড।

গত অক্টোবরে ব্রাজিলের জার্সিতে প্রীতি ম্যাচ খেলার সময় ইনজুরিতে আক্রান্ত হন নেইমার। তবে এরইমধ্যে তিনি সেই ধাক্কা কাটিয়ে পিএসজি সতীর্থদের সঙ্গে অনুশীলন করার জন্য প্যারিসে ফিরেছেন।

রিয়ালের মোকাবিলা করার আগেই ২২ নভেম্বর ঘরের মাঠে লিঁলের বিপক্ষে ম্যাচেই তাকে পাওয়ার আশা করছে ফরাসি চ্যাম্পিয়নরা।

এদিকে প্যারিসে ফিরলেও আপাতত বিশ্রামে থাকবেন নেইমার। কারণ পিএসজি কোচ টমাস টুখেল জানিয়ে দিয়েছেন, দলের যেসব খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচে অংশ নিচ্ছেন না তারা আগামী সোমবার পর্যন্ত ছুটিতে থাকবেন। ফলে আগামী সপ্তাহ থেকে পুরোদমে অনুশীলনের সুযোগ পাচ্ছেন নেইমার। তবে লিঁলে নাকি রিয়ালের বিপক্ষে মাঠে নামতে পারবেন তা নিশ্চিত নয়।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।