ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা কিংসের জার্সিতে মাঠ মাতানোর অপেক্ষায় তারিক কাজী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
বসুন্ধরা কিংসের জার্সিতে মাঠ মাতানোর অপেক্ষায় তারিক কাজী বসুন্ধরা কিংসের জার্সিতে মাঠ মাতানোর অপেক্ষায় তারিক কাজী

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এখন দেশের ফুটবলের বড় বিজ্ঞাপন। ডেনমার্ক থেকে যখন বাংলাদেশের মাটিতে ফুটবল খেলতে এসেছিলেন হয়তো ভাবেননি ফুটবল পাগল দেশটির দায়িত্ব নিজের কাঁধে একদিন তুলে নেবেন। জাতীয় দলের পরীক্ষিত এই সৈনিকের পর বাংলাদেশের মাটিতে খেলতে এসেছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফিনল্যান্ডের খেলোয়াড়।

তাকে নিয়ে এরই মধ্যে হইচই পড়ে গেছে। জামাল ভূঁইয়ার মতো বাংলাদেশ পেতে যাচ্ছে আরেকজন প্রবাসী ফুটবলার।

বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হাত ধরেই তার বাংলাদেশের অধ্যায় শুরু হবে। বাংলাদেশি বাবার স্নেহে ফিনল্যান্ডে বেড়ে ওঠা এই ফুটবলারের নাম তারিক কাজী।

আগামী মৌসুম থেকে তিনি বসুন্ধরা কিংসের হয়ে মাঠে নামবেন। বসুন্ধরা কিংসের সঙ্গে তার চুক্তিও হয়ে গেছে। এখন অপেক্ষা কিংসের জার্সিতে দেশের ফুটবল মাতানোর। এই ফুটবলার খেলেছেন ফিনল্যান্ডের টপ লিগে। তার সামনে ছিল আরও বড় কিছুর হাতছানি। সেসবের তোয়াক্কা না করে দেশের টানে বাবার অনুপ্রেরণায় বাংলাদেশের ফুটবলে নাম লেখালেন তিনি। সংবাদমাধ্যমকে তারিক কাজী জানান, ‘বাংলাদেশ আমার জন্য কঠিন চ্যালেঞ্জ। এখানকার আবহাওয়া আমার জন্য চ্যালেঞ্জ। ফিনল্যান্ড ঠাণ্ডা একটি দেশ। তারপরও আমি বসুন্ধরা কিংসের মতো দলে খেলতে পারবো ভেবে বেশ রোমাঞ্চিত। ’

তারিক কাজীর শুরুটা হচ্ছে বসুন্ধরা কিংসে, স্বপ্ন দেখছেন জাতীয় দলে খেলার। দেশের ফুটবলের বেশ ভালোই খোঁজ-খবর রাখেন তিনি। তারিক কাজী বলেন, ‘ইনশাল্লাহ আমি বাংলাদেশ জাতীয় দলে খেলবো। এটা আমার বাবার দেশ। বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বকাপের বাছাইয়ে দুর্দান্ত খেলছে। এশিয়ান বাছাইয়েও ভালো করবে। এই দেশের অনেক ফুটবলারের ব্যাপারে জানি। ’

বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান বাংলানিউজকে বলেন, ‘আমরা তারিককে ট্রায়ালের জন্য এনেছিলাম। তার পারফরম্যান্স দেখে আমাদের কোচ বেশ উচ্ছ্বসিত হন। জাতীয় দলে খেলার যোগ্যতা তার আছে। ’

এদিকে জাতীয় দলের কোচ জেমি ডে বলেছেন, ‘বিশ্বকাপ বাছাইয়ে আগামী বছর ঘরের মাটিতে খেলতে নামবে বাংলাদেশ। তার আগে নতুনদের ট্রায়ালে ডাকা হবে। সেখানে ভালো করলে হয়তো তারিক কাজীকে জামালদের সঙ্গে দেখা যাবে। কিন্তু তার আগে তারিককে নিজ ক্লাবের (বসুন্ধরা কিংস) হয়ে থিতু হতে হবে। ওদের জার্সিতে তার নিজেকে মেলে ধরতে হবে। ’

বাংলাদেশের ফুটবলের সোনালী অতীতটাকে ফিরিয়ে আনতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘ চেষ্টার পর ফুটবলের সেই সুদিন ফিরে আসাটা এখন সময়ের ব্যাপার। সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নজরকাড়া পারফরম্যান্স সেই ইঙ্গিতই দেয়। যার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। জাতীয় দলের জার্সির পাশাপাশি ক্লাবের জার্সিতেও উজ্জ্বল জামাল।

ইউরোপে বেড়ে ওঠা জামাল ভূঁইয়ার চেয়ে তারিকের ফুটবল ক্যারিয়ারটা বেশ উজ্জ্বল। ফিনল্যান্ড অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। এছাড়া গত মৌসুমে বর্তমান ক্লাব ইলভেস ট্যাম্পেরের হয়ে উয়েফা ইউরোপা লিগের বাছাইপর্বের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ১৯ বছর বয়সী এই তরুণ ডিফেন্ডারের। বর্তমান ক্লাবের সঙ্গে তারিকের চুক্তি আগামী মাসে শেষ হবে। আগামী মৌসুমে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের জায়ান্ট বসুন্ধরা কিংসের জার্সিতে মাঠ মাতানোর অপেক্ষায় তারিক কাজী।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।