ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মরিনহোর প্রথম টার্গেট দিবালা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
মরিনহোর প্রথম টার্গেট দিবালা  মরিনহো ও দিবালা: ছবি-সংগৃহীত

টটেনহাম হটস্পারের দায়িত্ব নেওয়ার পরপরই পাওলো দিবালাকে লন্ডনে নিয়ে আসার দিকে ঝুঁকেছেন হোসে মরিনহো। পর্তুগিজ কোচের প্রথম লক্ষ্য শীতকালীন দল-বদলে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে জুভেন্টাস থেকে টটেনহামে নিয়ে আসা। 

গত মৌসুমে মাউরিসিও পচেত্তিনোর অধীনে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে স্পার্সরা। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব লিভারপুলের বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হয় হ্যারি কেন-ডেলে আলিরা।

 

২০১৮-১৯ মৌসুম দুর্দান্ত কাটলেও প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে পয়েন্ট তালিকার তলানিতে নেমে গেছে টটেনহাম। ১২ ম্যাচে ৩ জয়, ৪ পরাজয় ও ৫ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে তারা। যে কারণে বরখাস্ত হতে হয়েছে পচেত্তিনোকে। আর্জেন্টাইন কোচের পরিবর্তে স্পার্সদের দায়িত্ব নিয়েছেন মরিনহো। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ‍ছাঁটাই হওয়ার ১১ মাস পর চাকরি পেলেন ৫৬ বছর বয়সী কোচ।  

দায়িত্ব নেওয়ার পরপরই মরিনহো টটেনহাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভিকে অনুরোধ করেছেন দিবালাকে লন্ডনে নিয়ে আসার জন্য। এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য সান’।  

গ্রীষ্মকালীন দল-বদলের সময়ও দিবালার সঙ্গে টটেনহামের চুক্তির গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু তা আর এগোয়নি। ধারণা করা হচ্ছে, ২৬ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি করতে হলে তুরিনের বুড়িদের ১০০ মিলিয়ন ইউরো দিতে হতে পারে স্পার্সদের।  

আক্রমণভাগে হ্যারি কেনের সঙ্গে দিবালাকে আদর্শ সঙ্গী হিসেবে দেখছেন মরিনহো। গত মৌসুমে তুরিনে ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়ায় কঠিন ‍সময় কাটালেও চলতি মৌসুমে জুভ কোচ মাউরিসিও সারির অন্যতম অস্ত্র এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।