ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলে শুরু হয়েছে প্রথম বিভাগ ফুটবল লিগ। শুক্রবার (২২ নভেম্বর) জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) টাঙ্গাইল স্টেডিয়ামে ওয়াল্টন-সাইফ পাওয়ার ব্যাটারির সহযোগিতায় এ লিগের আয়োজন করেছে।

বিকেলে লিগের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর আসনের সাংসদ মোঃ ছানোয়ার হোসেন। পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার খোরশেদ আলম ওরফে বাবুল, জেলা ফুটবল অ্যাসোসিশেনের সহ-সভাপতি সৈয়দ মাহমুদ তারেক পুলু ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আতিকুজ্জামান জামিল, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া।

উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পুলিশ একাদশের বিপক্ষে ভাসানী ক্লাব ১-১ গোলে ড্র করে। পুলিশ একাদশের মোহন সরকার এবং ভাসানী ক্লাবের করিম একটি করে গোল করেন।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ইষ্ট বেঙ্গল ক্লাব ও উদয়ন ক্রীড়া চক্রের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।