ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বেনজেমার সঙ্গে নতুন চুক্তিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
বেনজেমার সঙ্গে নতুন চুক্তিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ করিম বেনজেমা

করিম বেনজেমার সঙ্গে ২০২৩ সাল পযর্ন্ত নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। ফরাসি এই ফরোয়ার্ডের সঙ্গে লস ব্লাঙ্কোসদের বর্তমান চুক্তি রয়েছে ২০২১ সাল পযর্ন্ত।

সান্তিয়াগো বার্নাব্যুত বেনজেমার বেতন গ্যারেথ বেল ও সার্জিও রামোসের তুলনায় কম। যদিও তিনি রিয়ালের অন্যতম সেরা পারফর্মার।

তবে নতুন চুক্তিতে বেনজেমার বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছে রিয়াল কতৃপক্ষ।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েকবার আলোচনাও হয়েছে। তবে তারা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। রিয়ালের সঙ্গে বেনজেমার নতুন চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়া নেই। তবে সামনের মৌসুমেও রিয়ালের জার্সিতে খেলে যেতে চান তিনি।

আগামী বছর বত্রিশে পা রাখবেন বেনজেমা। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তিনি নতুন চুক্তি করবেন।

রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ সবসময় বেনজেমার প্রতিভাকে প্রশংসা করেছেন এবং দলের গুরুত্বপূর্ণ সময়ে তার প্রতিদানও দিয়েছেন।

বেনজেমা ২১ বছর বয়সে স্পেনে এসেছিলেন। এরপর এক যুগ কাটিয়ে দিয়েছেন রিয়ালের জার্সিতে। ইউরোপের অনেক নামী ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে বার্নাব্যু ছেড়ে কোথাও যাননি বেনজেমা।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।