ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয়রথে লিভারপুল, হার এড়ালো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
জয়রথে লিভারপুল, হার এড়ালো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেই চলেছে লিভারপুল। স্বাগতিক ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে জার্গেন ক্লপের শিষ্যরা। এদিকে, সাউথ্যাম্পটনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল।
 

সেনেগালের তারকা সাদিও মানে ও ব্রাজিলের তারকা রবের্তো ফিরমিনোর গোলে ২-১ ব্যবধানে জিতেছে লিভারপুল। ম্যাচের ৪৯তম মিনিটে সাদিও মানের গোলে লিড নেয় লিভারপুল।

৮২ মিনিটের মাথায় সমতায় ফেরে ক্রিস্টাল প্যালেস। গোল করেন উইলফ্রেড জাহা। ৮৫ মিনিটের মাথায় ব্রাজিল তারকা ফিরমিনো গোল করলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

লিগে এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইল পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি। ১৩ ম্যাচে ১২ জয় আর এক ড্রয়ে লিভারপুলের সংগ্রহ সর্বোচ্চ ৩৭ পয়েন্ট। দুইয়ে থাকা লিচেস্টার সিটির সংগ্রহ ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেয়েছে উনাই এমেরির আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে মাঠে নেমেই গোল হজম করে গানাররা। ড্যানি ইনসের অষ্টম মিনিটের গোলে লিড নেয় সাউথ্যাম্পটন। অতিথিদের লিড অবশ্য বেশিক্ষণ থাকেনি। ১৮ মিনিটের মাথায় আলেক্সান্ডার লাকাজেতের গোলে সমতায় ফেরে স্বাগতিক আর্সেনাল।

৭১ মিনিটে জেমস ওয়ার্ডের গোলে আবারও এগিয়ে যায় সাউথ্যাম্পটন। যোগ করা অতিরিক্ত ষষ্ঠ মিনিটে লাকাজেতে আবারও গোল করে দলকে সমতায় ফেরান। শেষ সময়ের গোলে কোনোমতে হার এড়ায় আর্সেনাল।

১৩ ম্যাচে চার জয় পাওয়া আর্সেনালের সংগ্রহ ১৮ পয়েন্ট, অবস্থান সাত নম্বরে। সব প্রতিযোগিতা মিলে শেষ ছয় ম্যাচে জয়শূন্য রইল উনাই এমেরির দল।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এমআরপি/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।