ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মালদ্বীপের বিপক্ষে পয়েন্ট হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
মালদ্বীপের বিপক্ষে পয়েন্ট হারালো বাংলাদেশ ছবি:সংগৃহীত

চলমান সাউথ এশিয়ান গেমসে (এসএ) নিজেদের দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলের ড্রতে পয়েন্ট হারিয়েছে জেমি ডে’র শিষ্যরা। এর আগে প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। যেখানে ৩০তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রতিপক্ষের আকরাম আব্দুল ঘানির গায়ে লেগে জালে জড়ায় বল। তবে মালদ্বীপ ৭০তম মিনিটে মাহুদে হোসাইনের নেওয়া শটে গোল পেয়ে সমতায় ফেরে।

আসরে দুই ম্যাচে একটি করে হার ও ড্রয়ে ১ পয়েন্ট বাংলাদেশের। নেপাল এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দুই ড্রয়ে মালদ্বীপের পয়েন্ট ২। বাংলাদেশের চেয়ে এক ম্যাচ কম খেলে শ্রীলঙ্কার পয়েন্ট ১।

আগামী বৃহস্পতিবার রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।