ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বরখাস্তের মাসে এবার চাকরি হারালেন মার্কো সিলভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
বরখাস্তের মাসে এবার চাকরি হারালেন মার্কো সিলভা মার্কো সিলভা

ফুটবলে একের পর এক কোচ ছাটাই চলছেই। এবার সেই তালিকায় যুক্ত হলো মার্কো সিলভার নাম। চলতি মৌসুমে রেলিগেশনের শঙ্কায় পড়া এভারটন ছাঁটাই করেছে এই পর্তুগিজ কোচকে। 

আর্সেনাল থেকে কোচ উনাই এমেরি বরখাস্ত হয়েছেন এক সপ্তাহ হয়নি। এবার বরখাস্তের মাসে চাকরি হারালেন সিলভা।

গুডিসন পার্কে ১৮ মাসের অধ্যায় শেষ হলো ৪২ বছর বয়সী কোচের।  

চলতি মৌসুমে খুব বাজে অবস্থায় আছে এভারটন। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তারা নেমে গেছে ১৮ নাম্বারে। ১৫ ম্যাচ শেষে ৪ জয়ে এভারটনের পয়েন্ট মাত্র ১৪। তাদের নিচে আছে কেবল নরউইচ সিটি ও ওয়াটফোর্ড।  

তারমধ্যে বুধবার (০৪ ডিসেম্বর) উড়তে থাকা লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে মার্সিসাইড ডার্বিতে ৫-২ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে তারা। সেই হারের সঙ্গে চাকরিও হারালেন সিলভা।  

২০১৮ সালে মে মাসে এভারটনের দায়িত্ব নেন তিনি। তার অধীনে টফিসরা ৬০ ম্যাচের মধ্যে হেরেছে ২৪ ম্যাচ। জয়ও পেয়েছে ২৪ ম্যাচে।

সিলভার পরিবর্তে এভারটনের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েছেন ক্লাবটির সাবেক স্ট্রাইকার ডানকান ফার্গুসন। তবে দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই অগ্নি-পরীক্ষায় নামতে হচ্ছে তাকে। শনিবার (০৭ ডিসেম্বর) ঘরের মাঠে চেলসিকে আতিথেয়তা দেবে এভারটন।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।