ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অনুশীলনেই ঘুমিয়ে পড়েছিলেন মরিনহো! 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
অনুশীলনেই ঘুমিয়ে পড়েছিলেন মরিনহো!  হোসে মরিনহো

টটেনহামের হয়ে শুরুটা ভালই করেছিলেন হোসে মরিনহো। স্পার্সরাও জ্বলে ওঠেছিল পর্তুগিজ কোচের সাহচর্যে। তবে গত ম্যাচে পুরোনা ঠিকানা ওল্ড টাফোর্ডে ফিরেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানের পরাজয় নিয়ে লন্ডনে ফিরতে হয়েছে মরিনহোকে। 

সেই ম্যাচের পর টটেনহামের ড্রেসিং রুম ছেয়ে গিয়েছিল বিষাদে। এমন হতাশাজনক সময়টা উল্লেখ করে মরিনহো বলেন, ‘পরাজয়ের পর আপনি দুঃখী হতে পারবেন না।

আপনাকে তারচেয়ে অধিক কিছু হতে হবে। আপনাকে রাগান্বিত হতে হবে, ক্রুদ্ধ হতে হবে, দুঃখী হওয়া যাবে না। ’

তবে এবার সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সহজ সুযোগ পাচ্ছেন তিনি। শনিবার (০৭ ডিসেম্বর) রাতে বার্নলিকে আতিথেয়তা দেবে টটেনহাম। সেই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে চান মরিনহো। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে তেমনটাই জানালেন ‘স্পেশাল ওয়ান’। সেই সঙ্গে প্রকাশ করেছেন এক গোপন কথাও।  

বার্নলির বিপক্ষে ম্যাচের আগে টটেনহামের অনুশীলনের সময় নাকি ঘুমিয়ে পড়েছিলেন তিনি। এমনটাই জানিয়েছেন মরিনহো।  

মরিনহোর এমন ঘুমপ্রীতি নতুন নয়। টটেনহামের দায়িত্ব নেওয়ার ব্যাপারে স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভির সঙ্গে আলোচনা করা কালেও ট্রেইনিং গ্রাউন্ডে ঘুমিয়ে পড়েছিলেন পর্তুগিজ কোচ।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।