ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রিয়ালকে ফাইনালে পেতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
রিয়ালকে ফাইনালে পেতে চান রোনালদো ছবি: সংগৃহীত

গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠেছে জুভেন্টাস। রিয়াল মাদ্রিদ গ্রুপ রানার্সআপ হওয়ায় এবার শেষ ষোলোতেই ইতালিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার হবে নকআউট পর্বের ড্র। এরপরই জানা যাবে, কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে কে কার প্রতিপক্ষ।

রিয়ালের সাবেক তারকা জুভেন্টাসের বর্তমান সেরা অস্ত্র ক্রিস্টিয়ানো রোনালদো শেষ ষোলোতে নয়, রিয়ালকে প্রতিপক্ষ হিসেবে চাইছেন ফাইনালে।

শেষ ষোলোয় এবার কঠিন পরীক্ষা দিতে হবে রিয়ালকে।

ইংলিশ জায়ান্ট লিভারপুলের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে জিদান শিষ্যদের। আবার ইতালির চ্যাম্পিয়ন রোনালদোর জুভেন্টাসের বিপক্ষেও মাঠে নামতে হতে পারে স্প্যানিশ জায়ান্টদের।

তবে শেষ ষোলোর লড়াইয়ে স্প্যানিশ ক্লাবটির মুখোমুখি হওয়ার ইচ্ছা নেই জুভেন্টাসের পর্তুগিজ তারকা রোনালদোর। সাবেক ক্লাবকে একেবারে ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ হিসেবে পেতে চান তিনি।

‘স্কাই স্পোর্টস ইতালিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানান, ‘আমার জন্য রিয়ালের বিপক্ষে খেলাটা রোমাঞ্চকর হবে। অসাধারণ দল। আমাকে জিজ্ঞেস করলে বলব, দেরিতে তাদের মুখোমুখি হতে চাই। ফাইনালে? হ্যাঁ, আমি তাদের শেষদিকে পেতে চাই। তেমনটাই চাইছি। ’

গত বছর শেষ ষোলোতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করে দলকে শেষ আটে নিয়ে গিয়েছিলেন রোনালদো। কোয়ার্টার ফাইনালে আয়াক্সের কাছে হেরে বিদায় না নিলে কোয়ার্টার ফাইনালে রিয়ালের সঙ্গে দেখা হতে পারতো জুভেন্টাসের।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।