ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনা ফুটবলে যাচ্ছেন ইনিয়েস্তা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
আর্জেন্টিনা ফুটবলে যাচ্ছেন ইনিয়েস্তা! আন্দ্রেস ইনিয়েস্তা

গত বছর বার্সেলোনাকে বিদায় জানিয়ে জাপানের ফুটবলে যোগ দেন আন্দ্রেস ইনিয়েস্তা। সেই থেকে জে-ওয়ান লিগের ক্লাব ভিসেল কোবের জার্সিতে খেলছেন স্প্যানিশ মিডফিল্ডার। তবে আগামী বছর নতুন ঠিকানায় পাড়ি দিতে পারেন ‍তিনি। সম্ভাব্য ঠিকানা হিসেবে আর্জেন্টাইন ফুটবলে যেতে পারেন ৩৫ বছর বয়সী কিংবদন্তি মিডফিল্ডার।

আর্জেন্টিনা প্রিমেরা লিগের ক্লাব এস্তোদিয়ান্তেস দে লা প্লাতা আশা করছে সাবেক কাতালান তারকাকে পাওয়ার ব্যাপারে। টিএনটি স্পোর্ট জানিয়েছে, ২০২০ সালে ইনিয়েস্তা আর্জেন্টিনা ফুটবলে আসতে পারেন।

ইনিয়েস্তা এস্তাদিয়ান্সেসে যাওয়ার অবশ্য কারণও আছে। ক্লাবটির বর্তমান কোচ হিসেবে আছেন তার সাবেক বার্সা সতীর্থ গাবি মিলিতো। সেই সঙ্গে তিনি সতীর্থ হিসেবে পাবেন ক্যাম্প ন্যুয়েরই আরেক সতীর্থ আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাশ্চেরোনোকে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।