ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৫২ বছর বয়সেও পেশাদার লিগে জাপানি ফুটবলার! 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
৫২ বছর বয়সেও পেশাদার লিগে জাপানি ফুটবলার!  কিং কাজু

পুরো নাম কাজুইয়োশি মিউরা। ফুটবল বিশ্বে পরিচিত ‘কিং কাজু’ নামে। পেশাদারি ফুটবলে পৃথিবীর সবচেয়ে বয়স্ক ফুটবলার এবং বয়স্ক গোলস্কোরারের রেকর্ডটি আগেই নিজের নামের পাশে যুক্ত করে নিয়েছেন তিনি। এবার আরেকটি অনন্য নজির গড়লেন এই জাপানি ফুটবলার। 

পেশাদারি ফুটবলে ৩৫তম মৌসুম শুরু করতে যাচ্ছেন মিউরা। ১৯৮৬ সালে ১৯ বছর বয়সে ব্রাজিলের ক্লাব সান্তোসের জার্সিতে পেশাদারি ফুটবল শুরু করেন তিনি।

এরপর আর থামেননি। তার বয়সে সাধারণত ফুটবলাররা কোচিং ক্যারিয়ার শুরু করেন বা অবসর জীবন যাপন করেন। সেখানে ৫২ বছর বয়সে এসে ২০২০ সালের শুরুতে জাপানের জে-ওয়ান লিগের ক্লাব ইয়োকোহামা এফসি’র সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন কাজু।  

ভিসেল কোবে ছেড়ে ২০০৫ সালে ইয়োকোহোমাতে যোগ দেন তিনি। মাঝখানে ধারে অস্ট্রেলিয়া ক্লাব সিডনি এফসি’তে গিয়েছিলেন। তবে ফের ফিরে আসেন। ২০১৮ সালেও ইয়োকোহোমার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন কাজু। ২০১৭ সালে ৫০ বছর বয়সে গোল করে পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড গড়েন তিনি।  

জাপানের জাতীয় দলের সাবেক এই ফরোয়ার্ড ব্রাজিল-জাপান ছাড়াও খেলেছেন ইতালিয়ান ক্লাব জেনোয়া এবং ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেভের হয়ে।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।