ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রিয়ালের পর বার্সাও বিদায় নিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
রিয়ালের পর বার্সাও বিদায় নিল ছবি:সংগৃহীত

কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের পর জায়ান্ট দল বার্সেলোনাও বিদায় নিল। অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে যোগ করা সময়ে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরেছে কিকে সেতিয়েনের শিষ্যরা।

বৃহস্পতিবার বার্সাকে আতিথেয়তা জানায় বিলবাও। তবে পুরো ম্যাচে অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি কাতালানরা।

উল্টো ম্যাচের যোগ করা সময়ে উইলিয়ামসের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। সেই সঙ্গে আসরটির সেমিফাইনালও নিশ্চিত করল বিলবাও।

বার্সা গতবার টুর্নামেন্টটির ফাইনালে উঠেছিল। তবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হেরে শিরোপা খোয়ায় আসরটির রেকর্ড ৩০বারের চ্যাম্পিয়নরা। আর এবার শেষ আটেই বিদায় ঘটল।

 

বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।