ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রোমাঞ্চকর মিলান ডার্বিতে ইব্রা ঝলক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
রোমাঞ্চকর মিলান ডার্বিতে ইব্রা ঝলক ইব্রার গোল উদযাপন

কে বলল জ্লাতান ইব্রাহিমোভিচ ফুরিয়ে গেছেন? বয়স যে কেবল একটা সংখ্যা তা প্রমাণ করতে বেশিদিন সময় লাগেনি সুইডিশ কিংবদন্তি স্ট্রাইকারের। দ্বিতীয়বারের মতো এসি মিলানে ফিরেই ইউরোপ ফুটবলের স্পটলাইটটা ফের নিজের দিকে টেনে নিয়েছেন ৩৮ বছর বয়সী তারকা।

সান সিরোতে মিলান ডার্বি দিয়ে জানিয়ে দিলেন ফেলে আসা সোনালি সময়কে। ম্যাচের ৪০ মিনিটে আন্তে রেবিচকে দিয়ে করালেন ম্যাচের প্রথম গোল।

এরপর প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে হেডে গোল করে মিলানকে ২-০ গোলে এগিয়ে দিলেন ইব্রা।

কিন্তু এক অ্যাসিস্ট ও এক গোল করা সত্ত্বেও দলকে জয় এনে দিতে পারেননি তিনি। দুর্দান্ত কামব্যাকের গল্প লিখে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ৪-২ ব্যবধানে হারিয়ে সিরি’আ লিগে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে ইন্টার মিলান।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।