ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

টানা চার ম্যাচ পর আর্সেনালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
টানা চার ম্যাচ পর আর্সেনালের জয়

টানা চার ড্রয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেল আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং, নিকোলাস পেপে, মেসুত ওজিল ও আলেকসান্দ্রে লাকাজেত্তে।

শনিবার ঘরের মাঠে এমিরেটস স্টেডিয়ামে অবশ্য প্রথমার্ধে অনেক চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি আর্সেনাল। তবে বিরতির পর ৫৪তম মিনিটে পেপের ক্রসে থেকে হেডের মাধ্যমে গানারদের লিড পাইয়ে দেন আউবামেয়াং।

তিন মিনিট পরেই বুকায়ো সাকার পাস থেকে পেপে ব্যবধান দ্বিগুণ করেন পেপে। পরে নির্ধারিত সমেয়র শেষ মিনিটে গোলের দেখা পান জার্মান তারকা ওজিল। আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে লাকাজেত্তে গোল করে বড় জয় নিশ্চিত করেন।

লিগে ২৬ ম্যাচে ২৫ জয় ও এক ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। আর আর্সেনাল ২৬ ম্যাচে মাত্র ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।